সোমবার সকালেই ছত্তিশগড়ের রাজধানী রায়পুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। মূলত শাসক দল কংগ্রেসের কিছু নেতার বাড়ি ও অফিসেই এই তল্লাশি হয়েছে। এছাড়া তল্লাশি চালানো হয়েছে কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও।
আরও পড়ুন-মোরবি-বিপর্যয়ে বড় গাফিলতি : রিপোর্ট, পাল্টানো হয়নি জংধরা তার, তাই ছিঁড়ে পড়েছে সেতু
শুক্রবার রায়পুরে তিনদিনের জন্য হতে চলেছে কংগ্রেসের অধিবেশন। সেখানে উপস্থিত থাকবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দুই প্রাক্তন সভাপতি সোনিয়া ও রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে রাজ্য কংগ্রেস নেতারা সেই অধিবেশন নিয়েই ব্যস্ত। ঠিক সেই সময়ে ইডির এই তল্লাশি অভিযানে যথেষ্ট বিপাকে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং বাঘেল বলেছেন, বিজেপি হতাশ হয়ে পড়েছে। তাই রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই ইডিকে কাজে লাগিয়েছে।