প্রতিবেদন : প্রত্যেক নির্বাচনের আগেই এই ধরনের তল্লাশি-অভিযান চলে। যাঁরা দলের সক্রিয় সদস্য তাঁদের টার্গেট করা হয়। আজ আমার অফিসে এসেছে। ওরা ওদের কাজ করুক। এই রেইড নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই। দুর্নীতি বললেই তো আর হল না, প্রমাণ দেখাতে হবে। সাতসকালে তাঁর দফতরে ইডির তল্লাশি নিয়ে এমনই প্রতিক্রিয়া রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের (sujit bose)। তিনি (sujit bose) আরও বলেন, যখনই ইলেকশন আসে, যাঁরা পার্টিতে কাজ করেন তাঁদের বাড়ি, অফিস— সব জায়গায় যায়। এবার আমার রেস্টুরেন্টে গিয়েছে। এর আগেও রেইড করেছিল। আমার বাড়িতে হচ্ছে, নিতাইয়ের বাড়িতেও গিয়েছে। কিছু তো পায়নি ওরা। তার পরেও আবার ইডি আসছে। ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতির কথা বললেই তো হল না, প্রমাণ থাকতে হবে। এ-প্রসঙ্গে এদিন সরব হন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বৃষ্টি কবে হবে, সেটা যেমন আবহাওয়া অফিস বলে দেয়। ঠিক তেমনি ভোট কখন হবে, সেটা এজেন্সির তৎপরতা দেখলেই বোঝা যায়। তৃণমূলকে কীভাবে কালিমালিপ্ত করা যায়, এসব তারই অঙ্গ। মানুষ এখন সব বোঝেন।
আরও পড়ুন- তৃণমূলের জয়: সোনালিরা ভারতীয় নাগরিক বলল বাংলাদেশ হাইকোর্ট, ফেরাতে হবে দেশে