বঙ্গ

”অমিত শাহর নির্দেশে ইডি তল্লাশি”, শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সাতসকালেই কলকাতায় আই-প্যাকের অফিসে ইডি হানা। তার মাঝেই কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”দলের প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক ও পার্টির স্ট্রাটেজি সংক্রান্ত নথি চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি। আইপ্যাকের অফিসে তল্লাশি দুর্ভগ্যজনক। অমিত শাহর নির্দেশে ইডি তল্লাশি। ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল। আমি সেগুলো নিয়ে এসেছি।নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন। আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’ এরপরেই তিনি সল্টলেকে আইপ্যাকের দফতরের দিকে রওনা দেন।

আরও পড়ুন-বিজেপি-রাজ্যে বিপন্ন বাঙালি, বাংলাদেশি তকমা দিয়ে ১৪ জনকে পুশব্যাক বাংলাদেশে

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কর্ণধার প্রতীক জৈন (Prateek Jain)-এর বাড়ি ও দফতরে একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সল্টলেকে আইপ্যাকের দফতর এবং শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লিরএকটি পুরনো কয়লা পাচার মামলার ভিত্তিতেই এই অভিযান। প্রতীক জৈনের বাড়ি ছাড়াও পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। উল্লেখ্য,২০১৯ সালে এই লাউডন স্ট্রিটে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলোয় হানা দিয়েছিল সিবিআই। সেই সময়েও সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago