প্রকাশ্যেই বিজেপির (BJP) বিরোধিতা করে শিরোনামে থাকেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। এমনকি চন্দ্রযান ৩- নিয়ে অন্যরকম মন্তব্য করায় তিনি আইনি ঝামেলায় ফেঁসে গিয়েছিলেন। একবারেই যে তিনি ছাড় পাবেন না সেই বিষয়ে সন্দেহ নেই। আর্থিক তছরুপের মামলায় নাম জড়ালো অভিনেতা প্রকাশ রাজের। তিরুচিরাপল্লীর স্বর্নসংস্থা প্রণব জুয়েলার্সের তরফে সাধারণ মানুষের থেকে সোনায় বিনিয়োগের নাম করে ১০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই টাকা নয়ছয় করেছেন অভিনেতা, এমনই অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন-বাংলার বকেয়া আদায়ে ফের দিল্লিতে কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, অধিবেশনে বিধায়কদের হাজিরার নির্দেশ
জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে হবে। অভিনেতা প্রকাশ রাজ প্রণব জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই কারণেই তিনি ইডির নজরে নাকি বিজেপি বিরোধিতা করে তিনি কাঠগোড়ায় সেটা তদন্ত সাপেক্ষ। বেআইনি পনজি স্কিম চালাচ্ছে অভিযুক্ত সংস্থা, এই অভিযোগেই ইডি সোমবার প্রণব জুয়েলার্সের একাধিক ডেরায় হানা দেয়। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ এই বিষয়ে তদন্ত করছে ইডি এবং তাদের তরফে বলা হয় বেআইনি পনজি স্কিম চালাচ্ছে এই সংস্থা।
আরও পড়ুন-খালিস্তানি জঙ্গিকে খুনের ছক ভারতের! মার্কিন রিপোর্টের জবাব দিল দিল্লি
বুধবার এই নিয়ে একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, তদন্তে উঠে এসেছে প্রণব জুয়েলার্স এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ মানুষের টাকা আদায় করে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে তাদের থেকে ১০০ কোটি টাকা তুলেছে।
আরও পড়ুন-গেরুয়া ভোগীদের নয় ত্যাগীদের রং, মোদি সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, ইডি আধিকারিকেরা এখনও পর্যন্ত কমপক্ষে ২৪ লক্ষ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন। ইকনমিক অফেন্সেস উইং-জানিয়েছে, প্রণব জুয়েলার্স সাধারণ মানুষের থেকে ‘গোল্ড স্কিম’-এর নামে প্রায় ১০০ কোটি টাকা আদায় করেছে, এবং অনেক বেশি অঙ্কের টাকার রিটার্ন বা লাভের প্রলোভন দেখিয়েছে কিন্তু এক পয়সাও রিটার্ন করেননি।