আর্থিক তছরুপের (Money Laundering) অভিযোগে এবার ক্রিকেটার তথা রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দিনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের মামলাতে আজহারউদ্দিনকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবারই ইডি অফিসে ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে হাজিরা দিতে বলা হয়। তবে আজহারউদ্দিন আজই হাজিরা দেবেন না। ইডি অফিস যাওয়ার জন্য কিছু সময় তিনি চেয়ে নিয়েছেন।
আরও পড়ুন-বন্যার জলে জরুরি অবতরণ ত্রাণ বিলির বায়ুসেনার কপ্টার
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে থাকাকালীন বিপুল পরিমাণ আর্থিক তছরুপ হয়েছিল। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের জন্য ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র ও ক্যানোপি কেনার অজুহাতে আনুমানিক ২০ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছিল। এই দুর্নীতিতে আজহারউদ্দিন সরাসরি যুক্ত ছিলেন, এমনটাই অভিযোগ করা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতাকে এই প্রথম সমন পাঠাল ইডি। আর্থিক তছরুপের ঘটনায় আজহারউদ্দিনের ভূমিকা ঠিক কী ছিল, সেই বিষয় খতিয়ে দেখতেই তাঁকে তলব ইডির। প্রসঙ্গত, ২০২৩ সালে এই মামলার তদন্ত করতেই তেলঙ্গানার ৯ জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশিতে বেশ কিছু নথি, ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। সেই সঙ্গে ১০.৩৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।