আবারও ইডির তলব বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে (Lalu- Tejaswi Yadav)। আর্থিক প্রতারণার মামলায় এবার আরও একবার নোটিস পাঠানো তাঁদের। ২২ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল তেজস্বীকে তলব করেছে ইডি। লালু প্রসাদকে আগামী ২৭ ডিসেম্বর হাজিরা দিতে হবে ইডি দফতরে।
আরও পড়ুন- দেশে ৪ বছরের কম বয়সি শিশুদের কাশির ওষুধ সেবনে নিষেধাজ্ঞা জারি
জমির বদলে রেলে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে লালু প্রসাদের (Lalu- Tejaswi Yadav) বিরুদ্ধে। এই মামলায় অনেক আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল লালুর পরিবারের সদস্যদের। এবার তৎপর ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রাবরি দেবী ও তাঁর এক মেয়ে হেমা যাদব এমন দুজনের কাছ থেকে ২ জমি পেয়েছিলেন, যাঁরা রেলে কর্মরত। ইডির দাবি, ওই জমি তাঁরা মাত্র সাড়ে ৭ লক্ষ টাকায় কিনেছিলেন, যা একটি নির্মাণ সংস্থাকে সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল।