প্রতিবেদন : এবার আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে দক্ষিণ ভারতীয় সিনে জগতের দাপুটে তারকা মহেশবাবু। আগামী ২৭ এপ্রিল এই সুপারস্টারকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বয়সের নিম্নসীমা পরিবর্তন আরবিআই
দক্ষিণী বিনোদন জগতে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন মহেশবাবু। অনুরাগীদের কাছে এই তারকার বিপুল জনপ্রিয়তা রয়েছে। স্বাভাবিকভাবেই দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ানোয় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইডি সূত্রে জানা যাচ্ছে, হায়দরাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা তছরুপের মামলাতে ডাক পড়েছে মহেশবাবুর। এই দুই সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন সুপারস্টার। এই দুই রিয়েল এস্টেট কোম্পানির প্রতারণায় মাথা গোঁজার ঠাঁই খুঁজতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। সাই সূর্য ডেভেলপারস থেকে মহেশবাবু ৫.৯ কোটি টাকা পান, যার মধ্যে প্রায় আড়াই কোটি নগদে লেনদেন হয়। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন, এই টাকা আসলে জালিয়াতির কালো টাকা। এর পাশাপাশি সাই সূর্যর বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের থেকে টাকা তুলে সম্পত্তি হস্তান্তর করা তো হয়নি। উপরন্তু একই প্লট বারবার বিক্রি করে অসংখ্য গ্রাহককে ধোঁকা দেওয়া হয়েছে। অভিযোগ, এই দুই দুর্নীতিগ্রস্ত সংস্থার বিজ্ঞাপনী মুখ হওয়ায় মহেশবাবুকে দেখে বহু মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হয়েছিলেন। তাই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতেই এবার ইডির তলব দাক্ষিণাত্যের সুপারস্টারকে।