মুম্বই, ২৫ নভেম্বর : আগামী বছরের টি-২০ বিশ্বকাপে সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আইসিসি। ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ হবে বিশ্বকাপ। প্রত্যাশিতভাবেই এক গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপের বাকি দল আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডস।
এবারের বিশ্বকাপ সূচিতে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও সুপার এইট পর্বের একটি ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। কিন্তু এই তালিকায় ভারতের কোনও ম্যাচ নেই। সেমিফাইনালও পেয়েছে শর্তসাপেক্ষে। পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে কোনও একটি দল শেষ চারে উঠলে ইডেনের বদলে সেমিফাইনাল হবে কলম্বোয়। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। ভারত শেষ চারে উঠলে ওখানেই খেলবে।
আরও পড়ুন-কনভয় থামিয়ে শুনলেন অভিযোগ, দিলেন আশ্বাস
গ্রুপ পর্বের যে পাঁচটি ম্যাচ ইডেনে হবে, সেগুলি হল—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইতালি এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি। ১ মার্চ হবে সুপার এইটের ম্যাচ। ৪ মার্চ সেমিফাইনাল। ৮ মার্চ ফাইনাল হবে আমেদাবাদে। তবে পাকিস্তান উঠলে ফাইনাল সরে যাবে কলম্বোয়।
৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমেরিকার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ভারত। ১২ ফেব্রুয়ারি সূর্যদের দ্বিতীয় ম্যাচ দিল্লিতে। প্রতিপক্ষ নামিবিয়া। এরপর ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ও ওমান (২০)। সি গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ইতালি। গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং কানাডা।

