ইডেন সংস্কার: সেনা দফতরে গিয়ে কথা বললেন সৌরভ

Must read

প্রতিবেদন : দ্বিতীয়বার বঙ্গ ক্রিকেটের প্রশাসনে ফিরেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Eden_Sourav Ganguly) জানিয়েছিলেন, আগামী বছরের টি-২০ বিশ্বকাপের পরেই ইডেন গার্ডেন্সের গ্যালারির আসনসংখ্যা বৃদ্ধি করার কাজে হাত দেবেন। বৃহস্পতিবার ইডেনের সংস্কার নিয়ে সেনা দফতরে হাজির হলেন সিএবি সভাপতি। বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সের ভিএসএম জিওসি মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘের হাতে ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দেন সৌরভ (Eden_Sourav Ganguly)। ইডেন গার্ডেন্সের গ্যালারি সংস্কারের কাজের বিষয়ে সেনা-কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন সিএবি সভাপতি।

আরও পড়ুন-বোলিং ও ফিল্ডিংকেই দুষলেন রাহুল, টসে হেরে আফসোস, ব্যাখ্যা পাঁচে নামা নিয়েও

আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন যাতে আরও বড় আকারে ও অতীতের থেকেও ভালভাবে করা যায়, তা নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে। সিএবি সভাপতি হিসেবে প্রত্যাবর্তনের পর সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়ার জিওসি দফতরে এই প্রথম কোনও অফিসিয়াল বৈঠক করলেন সৌরভ।

Latest article