খেলা

Eden t20 : নন্দনকাননে হিটম্যানের লক্ষ্য ক্লিন সুইপ, সাউদির সম্মান

প্রতিবেদন : ইডেনে আজ দুই অধিনায়কের দুই লক্ষ্য। একদিকে ভারত অধিনায়ক রিহিত শর্মা চাইছেন পয়া মাঠে ক্লিন সুইপ করা, অপরদিকে কিউই অধিনায়ক টিম সাউদির লক্ষ্য সিরিজ সম্মনের সঙ্গে শেষ করা।

জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুরুটা দুর্দান্তভাবেই করেছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচ জয়ের সুবাদে তিন ম্যাচের টি-২০ সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারত। এবার কিউয়িদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই কলকাতায় পা রাখলেন রোহিতরা। ইডেন বরাবরই হিটম্যানের পয়া মাঠ। এই মাঠেই নিজের অভিষেক টেস্টে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি মুম্বইকর। আবার এই ইডেনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ২৬৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিল রোহিতের ব্যাট। সিরিজ জয় নিশ্চিত করে ফেলার পর রবিবাসরীয় ইডেনে ভারতীয় দলের কিছু নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। যদিও রাঁচিতে জয়ের পর রোহিত সাফ জানিয়ে রেখেছেন, শেষ ম্যাচে তাঁরা সেরা দলই মাঠে নামাবেন। এই প্রসঙ্গে হিটম্যানের বক্তব্য, ‘‘আমাদের দল তরুণ ক্রিকেটারে ভরপুর। ওদের সুযোগ পাওয়াটা জরুরি। তবে ইডেনের ম্যাচ নিয়ে এখনই কিছু ভাবিনি। তবে আমাদের সামনে ক্লিন সুইপের সুযোগ রয়েছে। তাই ভারতীয় ক্রিকেটের স্বার্থে সেরা দলই মাঠে নামবে।’’ রোহিত এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘যে তরুণরা রিজার্ভ বেঞ্চে বসে রয়েছে, ওদের যেমন সুযোগ প্রাপ্য, তেমনই যারা ইতিমধ্যেই প্রথম দলে সুযোগ পেয়েছে, তাদেরও আরও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সত্যি কথা বলতে কী, যারা এখনও সুযোগ পায়নি, তারা অদূর ভবিষ্যতেই মাঠে নামার সুযোগ পাবে। কারণ সামনে প্রচুর টি-২০ ম্যাচ রয়েছে।’’

আরও পড়ুন : Sudent Credit Card : জেলায় জেলায় বিতরণ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিশেষ শিবিরে বিপুল সাড়া

এদিকে মাথা উঁচু করেই মাঠ ছাড়তে চায় নিউজিল্যান্ড।বিশ্বকাপ ফাইনালে খেলার ২৪ ঘন্টার মধ্যে ভারতে ঢুকে পড়তে হয়েছিল তাঁদের। জয়পুর, রাঁচি ঘুরে এবার কলকাতা। কাগজে-কলমে ইডেন ম্যাচের গুরুত্ব নেই। সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে রাঁচিতে। ২-০-তে এগিয়ে ভারত। ইডেনে জিতলে সেটা ৩-০ হবে। হারলে ১-২। এতে সিরিজের ভাগ্য বদলাবে না। কিন্তু ০-২ হারের খোঁচা নিয়ে শনিবার দুপুরে কলকাতায় এসেছে কিউয়িরা। কেন উইলিয়ামসন সিরিজের আগে বিশ্রামে চলে যাওয়ায় সিরিজে কিউয়িদের নেতৃত্ব দিচ্ছেন টিম সিউদি। যিনি সিরিজ হারের দায় চাপিয়ে দিয়েছেন দৌড়-ঝাঁপের সফরসূচির উপর। একদিন বাদে বাদে ম্যাচ খেলতে হচ্ছে দুটি দলকে। রাঁচিতে ম্যাচের পর সাউদি বলেছেন, ‘‘টি-২০ বিশ্বকাপের পর এই সফর। যেভাবে এই পরিবেশে মানিয়ে নেওয়ার দরকার ছিল, সেটা পারিনি।” রাতের শিশির নিয়ে প্রচুর কথা হচ্ছে। সাউদি বলেন, ‘‘প্রচুর শিশির পড়েছে। যাতে ভুগতে হয়েছে দুটি দলকেই। আমরা ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে পারতাম। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি। ভারতীয় দলকে কৃতিত্ব দিতে হবে। ওরা সব বিভাগে হারিয়েছে।” জানান সাউদি। সাউদি বলেছেন, তাড়াতাড়ি ক’টা উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রাখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কিউয়ি স্পিনাররা শিশিরের জন্য বলের গ্রিপ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তবে সাউদি মেনে নিয়েছেন, ভারত অনেক ভাল খেলেছে। কলকাতা ম্যাচ ডেড রাবার-এ পরিণত হলেও সাউদি জানিয়েছেন, তাঁরা মাথা উঁচু রেখে ইডেনে ম্যাচ শেষ করতে চান। তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য হল শেষ ম্যাচে ধাক্কা দেওয়া। এটা আমাদের কাছে দেশের হয়ে খেলার আর একটা সুযোগ। সুতরাং বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই।” তাঁর আশা, ইডেনে ভাল খেলে মাঠ ছাড়তে পারবেন।

 

 

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

8 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago