প্রতিবেদন: বিরোধী শিবিরের সাংসদ, বিধায়ক এবং নেতাদের বিরুদ্ধে মাঝে মাঝেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ তাদের এই অতিসক্রিয়তার মূলে যে আছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার বাসনা, তার প্রমাণ মিলেছে সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনেই৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এই প্রসঙ্গে মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছেন৷ সাংসদ এ এ রহিম সরকারের কাছে জানতে চেয়েছিলেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গত দশ বছরে ইডির সাফল্যের হার কত? এই প্রশ্নের উত্তরে মোদি সরকারের তরফে জানানো হয়েছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন দলের সাংসদ, বিধায়ক ও নেতাদের বিরুদ্ধে মোট ১৯৩টি মামলা দায়ের করা হয়েছিল৷ এর মধ্যে মাত্র ২টিতে সাজাদান সম্ভব হয়েছে, অর্থাৎ ইডির সাফল্যের হার মাত্র ১ শতাংশ৷
আরও পড়ুন-মৌলবাদীদের হুমকি উপেক্ষা করে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষ পালনের নির্দেশ
একইরকমভাবে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন তুলে ধরেছেন সেস ও সারচার্জ খাতে মোদি সরকারের বিপুল আয় বৃদ্ধির প্রসঙ্গও৷ বাজেট অধিবেশনেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন সেস ও সারচার্জ খাতে মোদি সরকারের আয় বৃদ্ধি নিয়ে৷ এই প্রশ্নের উত্তরে সরকার স্বীকার করে নিয়েছে যে ২০১৪ থেকে ২০২৫ অর্থবর্ষের মধ্যে সেস খাতে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৪৬২ শতাংশ৷ একইসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে সারচার্জ খাতে সরকারের আয় বেড়েছে ৯৯৯ শতাংশ৷ সেস ও সারচার্জ মিলিয়ে সরকারের আয় বেড়েছে ৩০৪ শতাংশ৷