শিক্ষার দায়িত্বে আসুন শিক্ষিতরাই: ডেরেক

সোমবার তাঁর বক্তব্যের শুরুতেই দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে গিয়ে ৩ আইএএস পড়ুয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন ডেরেক।

Must read

প্রতিবেদন: মোদির বইয়ের নামোল্লেখ করে রাজ্যসভায় তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর মন্তব্য, যাঁরা শিক্ষা বোঝেন, শিক্ষার দায়িত্ব থাক তাঁদেরই হাতে। রাজ্যসভায় বিরোধীদের জন্য আরও বেশি সময় বরাদ্দ করার দাবি জানালেন তৃণমূলের দলনেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার তিনি প্রশ্ন তোলেন, মোট বরাদ্দ ১৯০ মিনিটের মধ্যে বিরোধীদের জন্যে কেন মাত্র ২৫ থেকে ৩০ মিনিট রাখা হচ্ছে? বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থ সম্পর্কিত বিষয় এই সামান্য সময়ের মধ্যে রাজ্যসভায় কীভাবে তুলবেন বিরোধীরা? আলোচনার অবকাশই বা কোথায়?

আরও পড়ুন-জ্বলল অমরজ্যোতি

সোমবার তাঁর বক্তব্যের শুরুতেই দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে গিয়ে ৩ আইএএস পড়ুয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন ডেরেক। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। কিন্তু একই সঙ্গে তাঁর প্রশ্ন, রেল দুর্ঘটনা, নিট কেলেঙ্কারি, মণিপুরের অশান্তি, অসমের বন্যা, কৃষকদের আত্মহত্যা, কোটায় আত্মহত্যা বা বেকারত্বের মতো গুরুতর সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার সময় কেন পাওয়া যাবে না রাজ্যসভায়?

Latest article