স্বাস্থ্য কমিশনের ধাঁচে এবার শিক্ষা কমিশন

নবান্নে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, সচিব এবং জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : বেসরকারি স্কুলের বেতন সহ বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার স্বাস্থ্য কমিশনের ধাঁচে পৃথক কমিশন গঠনের পরিকল্পনা নিয়েছে। বুধবার তেমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দফতর সূত্রের খবর, বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা দফতরেও নতুন কমিশন তৈরি করা হতে পারে।

আরও পড়ুন-স্বীকৃতি না দিলেও সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, সমলিঙ্গ বিবাহ ইস্যুতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

বুধবার নবান্নে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, সচিব এবং জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, রাজ্যের বহু বেসরকারি স্কুল সরকারের নির্দেশিকা মানছে না। সম্প্রতি রাজ্য সরকারের তরফে জারি করা অতি গরমের জন্য এক সপ্তাহের ছুটির বিষয়টি ব্রাত্য বসু তুলে ধরেন। তিনি বলেন, বহু বেসরকারি স্কুল রাজ্যের এই নির্দেশ মানেনি। শিক্ষামন্ত্রীর এমন অভিযোগের পর বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন স্বাস্থ্য কমিশন গঠন করা হয়েছে, তেমনই বেসরকারি স্কুলগুলিকে নিয়ে ‘শিক্ষা কমিশন’ গঠন করা যায় কি না তা নিয়ে মুখ্যসচিবকে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগেও রাজ্য সরকারের তরফে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কমিশন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই সময় বিষয়টি নিয়ে আর এগোনো হয়নি।

Latest article