বঙ্গ

চক্রের মাথা কি ধরা পড়বে? নেট পরীক্ষা বাতিল নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে এবার ক্রমেই বেরিয়ে আসছে কেন্দ্রের কঙ্কালসার চেহারা। নিট এর পর এবার নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে তোলপাড় দেশ। আর এই সবকিছুর মধ্যে প্রশ্নের মুখে একগুচ্ছ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। মঙ্গলবার গোটা দেশ জুড়ে ইউজিসি নেট পরীক্ষা (NET Exam) হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার রাতে পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হয়। এই ঘটনার পর যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী দীর্ঘ প্রস্তুতির পর পরীক্ষায় বসেছিলেন, তাঁরা রীতিমতো বিভ্রান্ত। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, আবার কবে পরীক্ষা হবে, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। এদিকে এই পরীক্ষাকে বাতিল ঘোষণা করেই নিজেদের মুখ বাঁচাতে সিবিআই তদন্তের দাবি করেছে এনটিএ। কিন্তু এতে কি আদৌ চক্রের মাথা ধরা পড়বে? প্রশ্ন তুলেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন- অজানা কারণে নয়ডায় মৃত ১৪, রাস্তা থেকে উদ্ধার সকলের দেহ

এই ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে কাঠগড়ায় তুলেছেন ব্রাত্য বসু। তিনি এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, দুর্নীতির তালিকায় এবার নতুন দুর্নীতি যুক্ত হল। স্বচ্ছতার সঙ্গে আপস করে নেট পরীক্ষা বাতিল করা হল। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে চক্রের মাথা কি ধরা পড়বে? তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও দাবি করেন কেন্দ্রের নিট ও নেট (NET Exam) কেলেঙ্কারির মাথাদের ধরতে হবে। কিন্তু ধরবে কে? সিবিআই তো বিজেপির। সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত। জেরা করা হোক। সিবিআই তদন্তের কথা বলে কেন্দ্র নজর ঘোরানোর চেষ্টা করছে। এক্ষেত্রে প্রভাবশালীদের ধরতে হবে।
নেট পরীক্ষা বাতিলের পর ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষা মন্ত্রকের ভূমিকা। দেশের সাইবার বিভাগ পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম-বেনিয়মের অভিযোগ তোলে ৷ এই ঘটনায় মাথায় হাত পড়েছে পরীক্ষার্থীদের ৷ মঙ্গলবার দুটি অর্ধে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণয় করা হয়। এই বছরই পরীক্ষা হওয়ার কথা ছিল ১৬ জুন। তবে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা দুদিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু পরীক্ষার হওয়ার পর গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হল।

এদিকে প্রশ্ন উঠছে নেট নিয়ে সিবিআই তদন্ত হলেও নিট নিয়ে কেন সিবিআই তদন্ত হচ্ছে না? পরীক্ষাই বা কেন বাতিল করা হচ্ছে না? এই প্রসঙ্গে তৃণমূল শিক্ষা সেলের সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন, প্রকৃত মেধা বঞ্চিত হলো। অর্থ সেখানে এগিয়ে গেল। মোদি সরকারের আয়নাতে নিজের মুখ দেখা উচিত। মোদি আসলে যেটা বলেন সেটা কোনদিনও করেন না। নিটে নিজেদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করাতে ভয় পাচ্ছে বিজেপি। কারণ সিবিআই তদন্ত হলে বিজেপির অনেক রাঘব বোয়াল ধরা পড়ে যাবে। বিজেপির অনেক মাথাকে জেলে যেতে হবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago