আজ শুক্রবার প্রাথমিক টেটের (Primary TET) ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পরিষদ। এরপরে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) বলেন, বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের ভরসা দিতে পর্ষদ যুগান্তকারী একাধিক পরিবর্তন এনেছে। নিয়োগে স্বচ্ছতা আনতে সচেষ্ট রাজ্য সরকার।এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পরীক্ষার্থীদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং বায়োমেট্রিক যাচাইকরণ প্রাথমিক পর্ষদের এক নতুন ভাবনা। স্বচ্ছতা অর্জনের ক্ষেত্রে রাজ্যের এক অন্যতম প্রচেষ্টা। পর্ষদ শুধুমাত্র ওএমআরশিটের আসল কপিটি নিজেদের কাছে রেখেছিল। এটাও একটা রাজ্যে শিক্ষা পদ্ধতিতে বেনজির পদক্ষেপ।’
ফলপ্রকাশের পর ওয়েবসাইটে জানা যাচ্ছে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফলাফল। টেটে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ। দ্বিতীয় হয়েছেন চারজন দ্বিতীয় হয়েছেন মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসুরায়। এক থেকে দশের মধ্যে রয়েছেন ১৭৭ জন।
আরও পড়ুন: বিজেপি হারলেই মূল্যবৃদ্ধি কমবে, ত্রিপুরায় নির্বাচনী প্রচারে বললেন অভিষেক
এদিন শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, এবারের টেটের ওএমআর শিট পর্ষদের পাশাপাশি পরীক্ষার্থীর কাছেও রয়েছে। ওই ওএমআর শিট যদি কোনও পরীক্ষার্থী দালালকে দেয়, তার দায় পর্ষদের নয়। তেমন হলে দালাল যতটা দায়ী, প্রার্থীও ততটাই দায়ী। তাঁর পরামর্শ, কোনও চাকরিপ্রার্থী দালালের ফাঁদে পা দেবেন না। শুধুমাত্র মেধা, শ্রম, যোগ্যতা ও পর্ষদের স্বচ্ছতার উপর নির্ভর করুন।