রবিবার রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে এসএসসির (SSC) নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে। কলকাতা শহর থেকে বাংলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে সকাল থেকেই অপেক্ষা করছিলেন নিয়োগপ্রার্থীরা। মণীন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে উত্তর কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজির পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা কেউ এসেছেন বিহার থেকে, কেউ রাজস্থান থেকে। আবার দলে দলে পরীক্ষার্থীরা এসেছেন যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকেও।
আরও পড়ুন-চাকরির দৈন্যদশা বিজেপি-রাজ্যে পরীক্ষা দিয়ে গেলেন কয়েক হাজার
এদিন এসএসসি ও প্রশাসনকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষক নিয়োগের পরীক্ষায় (SSC) (নবম-দশম) ৩.৫০ লক্ষ পরীক্ষার্থী রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা দিলেন। পরীক্ষা হয়েছে নির্বিঘ্নে। পরীক্ষার্থী, স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দফতর সহ সমস্ত অধিকারিকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি সাফল্যের সঙ্গে পরীক্ষা পরিচালনা করার জন্য। পরীক্ষায় যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য রাজ্য প্রশাসন সবধরনের সহযোগিতা করেছে। নির্বিঘ্নে ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়ায় সকলেই খুশি।