রাজভবনের নির্দেশ মতো সাপ্তাহিক রিপোর্ট না দেওয়ার অপরাধে রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করেছেন রাজ্যপাল (Governor- Education Minister) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যপালের শোকজের পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, এই ঘটনার পর উচ্চশিক্ষা দফতর রাজপালকে শোকজ করতে পারে কিনা তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে শিক্ষা দফতর। এর আগে ফের এক্তিয়ার ভেঙে রাজ্যের ৬ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শো-কজ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য শিক্ষা দফতরকে অন্ধকারে রেখে এই ছ’জন উপাচার্যের কাছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির সাপ্তাহিক রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজভবনের দাবি তাঁরা বিশ্ববিদ্যলয়ের সাপ্তাহিক রিপোর্ট পাঠাননি। ফলে তাদের কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়। এপ্রিল মাসেই রিপোর্ট চেয়ে চিঠি পাঠানো হয়েছিল উপাচার্যদের। কিন্তু রিপোর্ট না আসায় গত শুক্রবার আরও একটি চিঠি দেওয়া হয়। মঙ্গলবারই শোকজের চিঠি পেয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সূত্রের খবর, আরও কয়েকজন উপাচার্যকে ওই চিঠি পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার জন্যই রিপোর্ট চাওয়া হয়েছিল বলেই দাবি করেছিলেন রাজ্যপাল তথা আচার্য। কেন রিপোর্ট দেওয়া হল না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কিন্তু রাজ্য প্রশাসন আগাগোড়াই বলে এসেছে শিক্ষা দফতরকে এড়িয়ে রাজ্যপাল (Governor- Education Minister) এভাবে উপাচার্যদের কাছ থেকে রিপোর্ট চাইতে পারেন না।
আরও পড়ুন: রাজ্য সরকারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে UPSC-তে সফল ৭ পড়ুয়াকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর