কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

এই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনে যারা অসাধু কাজ করেছে তারা কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন।

Must read

প্রতিবেদন: আগামী দিনে যারা এই ধরনের অসাধু কাজ করবে তারা কেউ ছাড় পাবে না। ট্যাবের টাকা হ্যাক হয়ে যাওয়ার প্রসঙ্গে কার্যত এভাবেই হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন মন্ত্রী বলেন, পুলিশকে গোটা বিষয়টা খতিয়ে দেখতে বলা হয়েছে। মঙ্গলবারও গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এনআইসিকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এনআইসি ইতিমধ্যেই একটা এসওপি দিয়েছে। কোন কোন হ্যাকার এই কাজ করছে তার চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। এই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনে যারা অসাধু কাজ করেছে তারা কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জামতাড়া গ্যাংয়ের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে রাজ্য সরকারের স্কিমের টাকা বিহারের অ্যাকাউন্টে চলে গেছে তাতে এর সঙ্গে জামতাড়া গ্যাংয়ের যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়েও পুলিশ ও প্রশাসন খতিয়ে দেখছে।

আরও পড়ুন-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই অর্থনৈতিক নীতি প্রণয়নে গুরুত্ব, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন

এই প্রসঙ্গে একই সুর তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের গলাতেও। তিনি বলেন, যেভাবে গোটা দেশে জামতাড়া গ্যাং সক্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষের অ্যাকাউন্টের টাকা নয়ছয় করতে তাতে কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনওরকম পদক্ষেপ নিতে পারেনি।

Latest article