প্রতিবেদন : মাধ্যমিকের ফল প্রকাশ হতেই দেখা গেল শতাংশের নিরিখে কলকাতা তৃতীয় স্থানে থাকলেও এককভাবে মেধাতালিকায় কলকাতা থেকে মাত্র একজনই স্থান পেয়েছে। মেধার নিরিখে কলকাতাকে টপকে যাচ্ছে জেলা, এই কথা মানতে নারাজ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, সার্বিকভাবে সমস্ত বিষয়ে বেশি নম্বর উঠছে বলেই শতাংশের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Education Minister Bratya Basu) চাইছেন রাজ্যের সরকারি বাংলা মাধ্যমে স্কুলগুলি যাতে আরও এগিয়ে যায় সে বিষয়ে উদ্যোগ নিতে। বুধবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে প্রথম দশের তালিকায় দশম স্থান অধিকার করেছে কমলা গার্ল স্কুলের ছাত্রী সোমদত্তা সামন্ত। সে ছাড়া মেধাতালিকায় কলকাতা থেকে আর কারওর নাম নেই। যদিও শতাংশের নিরিখে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) জানিয়েছেন, কলকাতা কেন্দ্রিক বাংলা মাধ্যম সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবকদের আগ্রহ জন্মানোর জন্য আমাদের আরও বেশি করে উদ্যোগ নিতে হবে। মাঝখানে আমাদের একটা আলোচনা হয়েছিল যদি সেন্ট জেভিয়ার্সের মতো স্কুলগুলির সঙ্গে আলোচনা করে পড়াশোনার ধরন আদান-প্রদান করা যায় তাহলে রাজ্যের সরকারি বাংলা মিডিয়াম স্কুলগুলোর খানিকটা মানোন্নয়ন করা যাতে পারে। এবিষয়ে আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, আগামী দিনে এই উদ্যোগকে ফলপ্রসূ করা হবে। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা পিছিয়ে যাচ্ছে, এ কথা ঠিক নয়, বরং রাজ্যের জেলার স্কুলগুলি আরও এগিয়ে আসছে।