বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে বাড়ল তৎপরতা

Must read

প্রতিবেদন : বাংলাদেশের (Bangladesh Border) সাম্প্রতিক অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে সেদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করারও উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি থাকা প্রায় ২২৪ কিমি সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শেষ করার জন্য জমির বন্দোবস্ত করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। অনুমোদিত অংশের মধ্যে ৪৩ কিমির জমি অধিগ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। এপর্যন্ত দফায় দফায় আরও প্রায় ২৬৭ কিমি জমি কেনার ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই দিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ২২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ইতিমধ্যেই কাঁটাতার বসানোর কাজ শেষ হয়েছে প্রায় ১৬০০ কিমি এলাকায়। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকার অনেকাংশই নদীবেষ্টিত। তবে যেখানে নদী নেই, সেখানে কাঁটাতার বসানোর কাজ সম্পূর্ণ করে ফেলতে কেন্দ্র ও রাজ্য দু’পক্ষেই তৎপরতা দেখানো হচ্ছে। এখনও পর্যন্ত ১১২.৩ কিমি কাঁটাতার বেড়ার জন্য প্রয়োজনীয় জমি কিনতে ২২১.৭ কোটি টাকা কেন্দ্র দিয়েছে। বাকি ১৫৪ কিমির জন্য প্রয়োজনীয় জমি কিনতে কত টাকা প্রয়োজন, তা কেন্দ্রকে শীঘ্রই জানাবে রাজ্য।

আরও পড়ুন- চলতি মাস থেকেই জেলায় জেলায় শুরু হচ্ছে শিবির

Latest article