উত্তর জুড়ে সাড়ম্বরে পালিত হল খুশির ইদ

ধর্ম যার যার, উৎসব সবার। বারে বারেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজ্যে সব উৎসবই সাড়ম্বরে পালিত হয়।

Must read

ব্যুরো রিপোর্ট: ধর্ম যার যার, উৎসব সবার। বারে বারেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজ্যে সব উৎসবই সাড়ম্বরে পালিত হয়। সোমবার খুশির ইদ। সকাল থেকেই পাহাড় থেকে সমতলে খুশির উৎসবে মেতে ওঠেন সকলে। তৃণমূলের তরফে উৎসবের দিনে প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিশেষ আয়োজন করা হয়। মালদহ শিলিগুড়ি কোচবিহার রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার সর্বত্রই উৎসবের ছোঁয়া। তাই এই দিন সকাল থেকেই যথারীতি ভাবে ইদের প্রার্থনায় অংশগ্রহণ করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

আরও পড়ুন-গরুমারায় ফের নৌকা বিহার, খুশি পর্যটকেরা

এরপর সেরেছেন একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন মিষ্টিমুখ। মালদহের ইংরেজবাজার ইদগাহ ময়দানে নমাজ আদায় করেন মুসল্লিরা। মীরচকে মহিলারা নমাজ পাঠ করেন। মালদহ জেলার কালিয়াচকের সুজাপুর নয়মৌজা মাঠে নমাজ এ রাজ্যের অন্যতম বড় জামাত। প্রায় লক্ষাধিক মুসলিম ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। কলকাতার রেড রোডের পর এত বড় জামাত রাজ্যে আর কোথাও নেই। প্রতিবছরের ন্যায় এবছরও সুজাপুর ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করেন। এছাড়াও কালিয়াচক এর বিভিন্ন প্রান্তে ইদের নামাজ আদায় করা হয়েছে। জালালপুর ২২ মৌজা ইদগাহ, সুকদেবপুর, জগদীশপুর, দারিয়াপুর, আলিপুর, মজমপুর, আলিনগর ছাড়াও অন্যান্য ইদগাহ ময়দানে ইদের নমাজ আদায় করা হয়েছে। নমাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির পাশাপাশি সেলফি তোলায় মেতে ওঠে আট থেকে আশি সকলেই। তাছাড়া নামাজ চলাকালীন যাতে কোন অশান্তি সৃষ্টি না হয় তার জন্য বিভিন্ন ইদগাহ ময়দানে পুলিশ মোতায়েন করা হয়।

Latest article