প্রতিবেদন: আবার বেআব্রু হয়ে গেল রেলের দায়িত্বজ্ঞানহীনতা। রেল ও যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নরেন্দ্র মোদির সরকার যে পুরোপুরি ব্যর্থ তা প্রমাণিত হয়ে গেল আরও একবার। বৃহস্পতিবার বিকেলে অসমে লাইনচ্যুত হল লোকমান্য তিলক এক্সপ্রেস (Tilak Express)। ট্রেনের পাওয়ার কার, ইঞ্জিন এবং ৮টি কামরা বেলাইন হয়ে গেল পুরোপুরি। দুর্ঘটনাটি ঘটে হাফলংয়ের কাছে। লামডিং থেকে ৩০ কিলোমিটার দূরে দিবালং এলাকায়। আগরতলা থেকে মুম্বই যাচ্ছিল লোকমান্য তিলক এক্সপ্রেস (Tilak Express)। পথে এই কাণ্ড। হতাহতের অবশ্য কোনও খবর নেই বলে জানিয়েছেন উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্যজনসংযোগ আধিকারিক কে কে শর্মা। তবে স্থানীয় সূত্র খবর, জখম হয়েছেন বেশ কয়েকজন। লামডিং থেকে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। চালু করা হয়েছে হেল্পলাইন। লাইন থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে।
আরও পড়ুন-জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা, শুনানি হবে সুপ্রিম কোর্টে