বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা-মারধর! ৮ পরিযায়ী শ্রমিককে হেনস্থা ছত্তিশগড়ে

Must read

বাংলাদেশি তকমা দিয়ে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের মার বিজেপির শাসিত ছত্তিশগড়ে। বাংলায় কথা বলার জন্য বিজেপি এবং বজরং দলের দুষ্কৃতীরা পুরুলিয়ার ৮ সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে (Bengali Migrant Worker) ব্যাপক মারধর করেছেন। একজনের হাত ভেঙে গিয়েছে। খবর জানতে পেরে রাইপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ ৮ জনকে উদ্ধার করেছে।

মাস তিনেক আগে ছত্তিশগড়ের রায়পুরের সুরজপুর এলাকায় পাউরুটি কারখানায় কাজ শুরু করেন পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামের শেখ জসিম। টানা দু’মাস কাজ করার পর কারখানায় আরও শ্রমিকের চাহিদা থাকায় মাস খানেক আগে তার ভাই শেখ আলম-সহ চেপড়ি গ্রামের শেখ বাবিন ওরফে শরিফুল, শেখ জুলফিকার ও শেখ সাহিল-সহ তেঁতলো গ্রামের আরবাজ কাজী এবং আড়শা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইলকে কাজের জন্য সেখানে নিয়ে যান। অভিযোগ, রবিবার বিকেলে শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়। কিছুক্ষণ পরেই বিজেপি এবং বজরংদলের সদস্যরা ওই কারখানায় পৌঁছায়। এবং বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন- কলকাতার পারদ নামল ১০ ডিগ্রিতে!

চেপড়ি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ ইকবাল বলেন, “এই বিষয়ে পুরুলিয়া মফস্বল থানার আইসির সঙ্গে আমরা দেখা করেছি। পরিবারের তরফে প্রত্যেকের নথি পত্র পুলিশের হাতে জমা করেছি।” তেঁতলো গ্রামের বাসিন্দা আরবাজ কাজীর বাবা সায়েদ কাজী আতঙ্কে রয়েছেন। কারণ তিনিও ঝাড়খণ্ডের পাউরুটি কারখানায় কাজ করেন। তাঁর কথায়,”ছেলেকে বাংলাদেশি বলে মারধর করার কথা শুনে খুব ভয়ে আছি।” ৮ পরিযায়ী শ্রমিক (Bengali Migrant Worker) যাতে বাড়ি ফিরে আসেন তার জন্যে আড়শা ও পুরুলিয়া মফস্বল থানার তরফে প্রত্যেকের পরিচয় পত্র-সহ প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

Latest article