বোলপুর শ্রীনিকেতন ব্লকে গণইস্তফা ৮০ জন বিএলওর

Must read

সংবাদদাতা, বীরভূম : নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার জেরে বিপদে পড়ছেন বিএলওরা। এই অভিযোগে প্রায় ৮০ জন বিএলও (Bolpur_BLO) গণইস্তফা দিলেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিডিওকে। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য বিপ্লব বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে এইভাবে এসআইআর-এর কাজ করা অসম্ভব। প্রত্যেকদিন নতুন নতুন নিয়ম তৈরি করে চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা কাজ শেষ না হতে আরেকটা নিয়ম ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সুষ্ঠুভাবে এসআইআর-এর কাজ সম্পন্ন যদি না করতে পারি, আগামী দিনে কাজ বন্ধ করে দেব। এ বিষয়ে বিডিও অর্পিতা চৌধুরি জানিয়েছেন, বিএলওদের তরফ থেকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা ওঁদের দাবি জেলাশাসকের কাছে পাঠিয়ে দেব। প্রশাসনিক স্তর থেকে সিদ্ধান্ত আসার পরেই বলতে পারা যাবে প্রশাসন কী ভাবছে। বিএলও পম্পাবতী রায় কোনার জানিয়েছেন, সাধারণ মানুষ ভাবছে আমরা তাঁদের নাম কেটে দিচ্ছি। আবার নির্বাচন কমিশনের দেওয়া নতুন নতুন আইন মানতে না পারলে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এই মানসিক যন্ত্রণা আমাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। বিধায়ক বিকাশ রায়চৌধুরি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলে এসেছেন, এসআইআর হল বিজেপি এবং নির্বাচন কমিশনের যৌথ আক্রমণে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। যে বিএলওরা (Bolpur_BLO) নিরন্তর পরিশ্রম করছেন তাঁদের কমিশন ভয় দেখাচ্ছে, চাপ দিচ্ছে জোর করে নাম বাদ দেওয়ার। প্রত্যেকদিন নতুন নতুন আইন তৈরি করে সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য বিএলওদের ব্যবহার করছে। তাতেই চারিদিকে বিএলওরা গণইস্তফা দিচ্ছেন।

আরও পড়ুন-সৃষ্টিশ্রী মেলায় ১০ কোটির ব্যবসা হবে, আশাবাদী মানস

Latest article