সুখবর, সিনেমা হলে কমল বাংলা ছবি দেখানোর খরচ

Must read

প্রতিবেদন : বাংলা সিনেমার জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ। বড় উদ্যোগ নিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অর্থাৎ ইম্পা (EIMPA)। দীর্ঘ আন্দোলনের পর সিনেমাহলে কমে গেল ছবি দেখানোর খরচ। সাতদিনে ৭ হাজারের পরিবর্তে ইউএফও-র তরফে প্রথম সপ্তাহে দিনপ্রতি শো প্রদর্শনের খরচ কমে হল ৩০০ টাকা। দ্বিতীয় সপ্তাহেও এই রেট অপরিবর্তিত থাকছে। তৃতীয় সপ্তাহে দিতে হবে ১৫০ টাকা এবং চতুর্থ সপ্তাহ থেকে আর কোনও টাকা দিতে হবে না। বুধবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানালেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। তিনি বলেন, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য যেভাবে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নিয়েছেন এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিমুহূর্তে যোগাযোগ রাখছেন তাতে আগামীতে সিঙ্গল স্ক্রিনের লাইসেন্সজনিত সমস্যাও মিটে যাবে বলে আশাবাদী ইম্পা।

আরও পড়ুন-স্পেশ্যাল নাইট সার্ভিসের সময়সূচি পরিবর্তন মেট্রোর

বর্তমানে একটা হলে একটি করে শো ৭ দিনের জন্য ৭ হাজার টাকা নেওয়া হয়, যা হিন্দি-সহ অন্যান্য রিজিওনাল সিনেমার থেকে অনেকটাই বেশি। সেই টাকা এবার একলাফে কমে দাঁড়াল ২১০০ টাকা। এই উদ্যোগের জন্য এদিন ইউএফও-এর রিজিওনাল অপারেটর আরতি সিনেমাস প্রাইভেট লিমিটেডকে ধন্যবাদ জানান পিয়া। তিনি বলেন, বহুদিন ধরেই ইউএফও-র সঙ্গে আলোচনা চলছিল। দীর্ঘ বৈঠকেও হয়েছে। তারপরই ইউএফও বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ কমাতে রাজি হয়েছে। বাংলা ছবি দেখানোর খরচ অনেকটাই কমায় ডিস্ট্রিবিউটার ও প্রযোজকরা লাভবান হবেন। তার জেরে আরও বেশি সংখ্যক সিনেমা মুক্তি পাবে। আরতি সিনেমাসের তরফে এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ চৌরাসিয়া। তবে অধিকাংশ সিনেমাহলে এসভিএফের কিউইউবিই সিস্টেম চলে। তাই দুই ক্ষেত্রেই টাকা কমানো হবে কি না, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছে ইম্পা (EIMPA)। ২৮ জুন থেকে এই নতুন রেট কার্যকরী হবে। তবে ছবির প্রযোজকদের জন্য ছবি দেখানোর খরচ কমলেও সাধারণ মানুষের জন্য টিকিটের মূল্য কমবে না বলেই মত কলকাতার একাধিক সিনেমাহল মালিকদের।

Latest article