বিনেশকে ভারতরত্ন দেওয়া অথবা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার আসনে বসানো উচিত, দাবি তুললেন অভিষেক

Must read

অলিম্পিকে মেয়েদের কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে বুধবার রাতেই নামার কথা ছিল ভারতের তারকা কুস্তিগির বিনেশ ফোগটের। কিন্তু এওটা এগিয়ে গিয়েও খালি হাতে ফিরতে হল তাঁকে। ওজন ১০০ গ্রাম বেড়ে যাওয়ায় অলিম্পিক থেকে বাতিল হলেন বিনেশ। ফাইনালে নামতে পারছেন না। কোনও পদক ছাড়াই তাঁকে দেশে খালি হাতে ফিরতে হচ্ছে। এই ইস্যুতে দুপুর থেকেই উত্তাল হয়ে উঠেছিল সংসদের উভয় কক্ষ। সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়ে ছিলেন ইন্ডিয়া শিবিরের সাংসদরা। এবার বিনেশ (Vinesh Phogat) ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ফোগট রহস্যে উত্তাল দেশ: চক্রান্তের গন্ধ, ওজনের অজুহাতে বাতিল, পদকের স্বপ্নভঙ্গ

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “সরকার এবং বিরোধীদের উচিত একটি ঐকমত্য গঠনের উপায় খুঁজে বের করা। তিনি যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তা স্বীকার করে হয় বিনেশ ফোগাটকে (Vinesh Phogat) ভারতরত্ন প্রদান করা নয়তো তাঁকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার আসনে মনোনীত করা উচিত। তিনি যে বিরাট সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা বিবেচনা করে আমরা তার জন্য এটিই সবচেয়ে কম করতে পারি। কোনও পদকই তাঁর সত্যিকারের মেধাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না।”

Latest article