নিখাদ প্রেমের গল্প বলবে একলা ঘর

প্রেমের মরশুমে ভালবাসার ছবি একলা ঘর। অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন অভিনীত ছবি শুক্রবার মুক্তি পেল নজরুলতীর্থে।

Must read

প্রতিবেদন : প্রেমের মরশুমে ভালবাসার ছবি একলা ঘর। অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন অভিনীত ছবি শুক্রবার মুক্তি পেল নজরুলতীর্থে। ২৮ ফেব্রুয়ারি থেকে মোজোপ্লেক্স ওটিটি-তে নিখাদ এই ভালবাসার গল্প উপভোগ করতে পারবেন সকলে। পুরোপুরি প্রেমের গল্পে ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা ঋষভকে।

আরও পড়ুন-রাস্তাশ্রী নিয়ে আজ জরুরি বৈঠক নবান্নে

মূলত নব্বই দশকের নস্টালজিয়া নিখুঁতভাবে সেলুলয়েডে মেলে ধরেছেন পরিচালক সৌম্যজিৎ আদক। ছবির নামের মধ্যেই দিয়েই ভালবাসার গভীরতার কথা বলেছেন পরিচালক। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত প্রেমকে বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করা হয়েছে। হলফ করে বলা যেতে পারে এই ছবি দেখে প্রতিটি দর্শকই ভাববেন এ যেন তাঁদের জীবনের গল্প। প্রেমের আসা-যাওয়ার গল্প। স্বচ্ছ সংলাপ, মেদহীন একটা পরিচ্ছন্ন বাংলা ছবি যা বারবার দেখতে ইচ্ছে করবে দর্শকদের এমনটা বলা যায়। ঋষভ এবং ঐশ্বর্যর অভিনয়ও এককথায় অনবদ্য যা ট্রেলারে কিছুটা ঝলক মিলেছে। কৃষ্ণেন্দু রাজ আচার্যর মিউজিক এ ছবিকে দিয়েছে অন্য মাত্রা। তাই বসন্তে ভালবাসার নানান রং জানতে হোয়াইট ফেদার্স সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ প্রযোজিত এই ছবি দেখতেই হবে।

Latest article