জাতীয়

শিন্ডে বনাম ফড়নবিশ লড়াই তুঙ্গে

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: ছাই ছাপা আগুন জ্বলছিল অনেকদিন ধরেই, ধিক ধিক করে৷ এবার লবিবাজির সেই আগুনই সামনে এসে পড়েছে যেখানে মহারাষ্ট্রের মহাজুতি সরকারের অস্তিত্বই বিপন্ন হওয়ার পথে, দাবি করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের তরফে৷ বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Eknath Shinde vs Devendra Fadnavis) ডেপুটি হিসেবে তিনি যে কাজ করতে আদৌ আগ্রহী নন, প্রথম দিন থেকেই তা স্পষ্ট করে দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ এটা জানার পরেও বিজেপির শীর্ষ নেতৃত্ব খানিকটা জোর করে চাপ দিয়ে শিন্ডেকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করতে বাধ্য করেন৷ এর পর থেকেই শুরু হয় লবির সংঘাত৷ এই সংঘাতই এবার চরমে উঠেছে৷ দেবেন্দ্র ফড়নবিশ নিজে শিন্ডে জমানার বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছেন৷ এর মধ্যে আছে রাজ্য পরিবহণ বিভাগের অধীনে নতুন বাস কেনার টেন্ডার এবং বিভিন্ন এজেন্সি মারফত কৃষকদের ফসল কেনার উদ্যোগ৷ একনাথ শিন্ডে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ে এই সব সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার৷ এখন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পূর্বসূরির সিদ্ধান্তের উপরেই দাঁড়ি টেনে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ (Eknath Shinde vs Devendra Fadnavis)৷ এর পরেই মারাত্মক চটেছেন একনাথ শিন্ডে৷ তিনি বুঝতে পারছেন তাঁর ডানা ছাঁটা হচ্ছে পাকাপাকিভাবে৷ তারপরেও কোনও উপায় নেই তাঁর হাতে৷ এই পরিস্থিতিতে শিন্ডেকে কোণঠাসা করার জন্য নতুন পরিকল্পনা করেছেন দেবেন্দ্র ফড়নবিশ৷ পুরনো মন্ত্রিসভার সিদ্ধান্ত রদ করার পাশাপাশি নতুন কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের ফাইলও তিনি উপমুখ্যমন্ত্রীর অফিসে পাঠাচ্ছেন না৷ ফলে এই মুহূর্তে কার্যত কোনও কাজই নেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের৷ এই পরিস্থিতিতে শিন্ডে গোষ্ঠীর দাবি, বেশিদিন এই অবস্থা চলবে না৷ অদূর ভবিষ্যতেই পাল্টা আঘাত আসবে শিন্ডের থেকে৷ সেই সময়েই মুষলপর্বের ষোলোকলা সম্পন্ন হবে, দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের৷

আরও পড়ুন- আচ্ছে দিন! মোদি জমানায় তালা ঝুলেছে ১০ লক্ষ সংস্থায়

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago