সম্পত্তি হাতাতে ৫ বছর বন্দি রাখা হল বৃদ্ধ ও মানসিক অসুস্থ কন্যাকে

এই দম্পতিকেই বৃদ্ধ নিয়োগ করেছিলেন তাঁর এবং মেয়ের দেখাশোনার জন্য। বিপত্নীক বৃদ্ধ ভরসা এবং বিশ্বাস রেখেছিলেন ওই কেয়ারটেকার দম্পতির উপরেই।

Must read

লখনউ : বাড়ি এবং সম্পত্তি হাতানোর ভয়ঙ্কর লোভ। আর সেই লোভেই অবসরপ্রাপ্ত রেলকর্মী অসুস্থ বৃদ্ধ এবং তাঁর মানসিক ভারসাম্যহীন কন্যাকে তাঁদেরই বাড়িতে ৫ বছর ধরে বন্দি করে রাখল কেয়ারটেকার দম্পতি। বৃদ্ধের মৃত্যুর পরে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। ফাঁস হয়ে যায় লোভী দম্পতির কুকীর্তি। ন্যক্কারজনক এই ঘটনাটির সাক্ষী যোগীরাজ্যের মহোবা। মৃত বৃদ্ধের নাম ওমপ্রকাশ।

আরও পড়ুন-নির্বাচনী জ্যোতিষী? শাহকে কটাক্ষ তৃণমূলের

আশ্চর্যের বিষয়, এই দম্পতিকেই বৃদ্ধ নিয়োগ করেছিলেন তাঁর এবং মেয়ের দেখাশোনার জন্য। বিপত্নীক বৃদ্ধ ভরসা এবং বিশ্বাস রেখেছিলেন ওই কেয়ারটেকার দম্পতির উপরেই। কিন্তু সেই বিশ্বাস ভেঙে বাবা-মেয়েকে শুধু ৫ বছর ধরে বন্দি করে রাখেনি তারা, দীর্ঘদিন ধরে দু’জনকে খেতেও দেয়নি কার্যত। বৃদ্ধের মৃত্যুর পরে কাউকে খবর না দিয়ে দেহ ফেলেও রেখে দিয়েছিল সেই লোভী কেয়ারটেকার দম্পতি। শেষপর্যন্ত দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। ভেতরের দৃশ্য দেখে তো চক্ষু চড়কগাছ। অন্ধকারাচ্ছন্ন ঘরে এক কোণে একটি খাটে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন এক কঙ্কালসার তরুণী। দেখে মনে হতে পারে এক বৃদ্ধা। দেহে মাংস বলে কিছু নেই। কয়েকহাত দূরেই পড়ে রয়েছে বৃদ্ধের নিষ্প্রাণ দেহ। সম্ভবত বেশ কিছুদিন আগেই মৃত্যু হয়েছে তাঁর। বাবা-মেয়ে দু’জনের চেহারাতেই অনাহারের ছাপ স্পষ্ট। বেশ বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অত্যাচার আর অনাহারের শিকার হয়েছেন বাবা-মেয়ে। ঠিকমতো খেতেও দেওয়া হত না তাঁদের। অসুস্থতার কারণ সেটাই। বৃদ্ধের মৃত্যুও হয়েছে অনাহারে। ওমপ্রকাশের আত্মীয় অমর সিংহ তদন্তকারীদের জানিয়েছেন, ২০১৬ সালে স্ত্রীর মৃত্যুর পরে নিজের বাড়ির দোতলাতেই মেয়েকে নিয়ে থাকতেন রেলের অবসরপ্রাপ্ত সিনিয়ার ক্লার্ক ওমপ্রকাশ সিং রাঠোর। তাঁদের দেখাশোনার জন্য রামপ্রকাশ কুশওয়াহা এবং তাঁর স্ত্রীকে কাজে রেখেছিলেন তিনি। কিন্তু ওই দম্পতি বাবা-মেয়েকে ঠিকমতো দেখাশোনা তো করতেনই না, উল্টে বৃদ্ধের সম্পত্তি দখলের ফন্দি আঁটেন। তাঁদের একতলার একটি ঘরে বন্দি রেখে পুরো দোতলা দখল করে নেয় কেয়ারটেকার দম্পতি। বাড়িতে কেউ এলে দেখা করতে দেওয়া হত না মালিক বা মেয়ের সঙ্গে। শেষপর্যন্ত বৃদ্ধের মৃত্যুতেই পর্দাফাঁস। গ্রেফতার লোভী দম্পতি।

Latest article