প্রতিবেদন: মর্মান্তিক! সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী হলেন এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি। ৫০ লক্ষ টাকা খুইয়ে শেষ জীবনে বাঁচার অন্তিম রসদটুকুও খুইয়েছিলেন ৮২ বছরের বৃদ্ধ ডিওডেরন সান্তান নাজারেথ এবং তাঁর ৭৯ বছরের স্ত্রী ফ্লাইভানা। ধাক্কাটা সামলাতে পারেননি তাঁরা। সুইসাইড নোট লিখে শেষ করে দিলেন নিজেদের। ঘাড়ে ছুরির কোপ মেরে এবং বিষ খেয়ে। জানিয়ে গেলেন, কারও দয়ায় বাঁচতে চান না তাঁরা। কর্নাটকের বেলাগাভির ঘটনা।
আরও পড়ুন-অন্তঃসত্ত্বাকে ফেরাল হাসপাতাল, প্রসব ঠেলাগাড়িতে, মৃত্যু সদ্যোজাতের
কর্নাটকের বেলাগাভির বাসিন্দা ডিওজেরন নাজারেথ মহারাষ্ট্রের সচিবালয়ের একজন কর্মী ছিলেন। ৮২ বছরের ডিওজেরন ও তাঁর স্ত্রী ফ্লাভিয়ানা নিঃসন্তান ছিলেন। সম্প্রতি তাঁদের কাছে একটি ফোন আসে যেখানে টেলিকম দফতরের ফোন বলে তাঁকে সিমকার্ড নিয়ে ভয় দেখানো হয়। তাঁর নামে সিম তুলে জালিয়াতির কাজে লাগানো হচ্ছে এমনটা দাবি করা হয়। সেই ফোনেই আরও এক ব্যক্তি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক দাবি করে সম্পত্তির বিবরণ গ্রহণ করেন। এরপরই টাকার জন্য চাপ দেওয়া শুরু হয়।
ধাপে ধাপে ৫০ লক্ষ টাকা তিনি দিয়ে দেন প্রতারকদের। অন্যদিকে আগেই গোল্ড লোন ছিল তাঁদের মাথার উপর। এই পরিস্থিতিতে কারও অনুগ্রহে বাঁচবেন না, এই কারণেই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি। সেই সঙ্গে তাঁদের শরীর চিকিৎসা ক্ষেত্রে পড়াশোনার কাজের জন্য দান করার আবেদনও তাঁরা জানান সুইসাইড নোটে। প্রাথমিকভাবে সুইসাইড নোট অনুযায়ী আত্মহত্যার মামলা ও প্রতারণার মধ্যে দিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেহ ময়নাতদন্ত না হলে আত্মহত্যা বা খুন, তা নিয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ।