সোমবার ভোরের দিকে পার্ক সার্কাসে (Park Circus) বাড়ির চাঙড় খসে মৃত্যু হল এক প্রৌঢ়ার। জানা গিয়েছে, মৃতের নাম রাবিয়া খাতুন। এদিন পার্ক সার্কাসের লোহাপুল এলাকায় চাঙড় খসে আহত হয়েছে শিশু-সহ আরও বেশ কয়েক জন। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকা এই মুহূর্তে ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ।
আরও পড়ুন-বাংলা বিরোধীদের বিদায় করুন
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর তিনটে নাগাদ লোহাপুল এলাকায় তিনতলা একটি বাড়ির একতলার সিলিংয়ের একটি অংশ খসে পড়েছে। একতলায় ভাড়া থাকত একটি পরিবার এবং সকলেই তখন ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপরে খসে পড়ে চাঙড় এবং দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রাবিয়ার। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। প্রৌঢ়া-সহ চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে চিকিৎসক রাবিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে তবে আরেক শিশু-সহ দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন-ডায়মন্ডে সাহিল, নামছে ইস্টবেঙ্গল
স্বাভাবিকভাবেই এদিনের ঘটনার পর থেকেই লোহাপুলের ওই বাড়ির রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়রা অভিযোগ করেছেন বাড়ির মালিককে বহুদিন ধরে মেরামত করার জন্য অনুরোধ করা হলেও তিনি এই বিষয়ে কর্ণপাত করেনি। এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…