সামান্য কথা কাটাকাটি থেকেই বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বাড়ির বৌয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের (Ghaziabad) এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। গাজ়িয়াবাদের ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, যে দুই মহিলা মিলে বৃদ্ধাকে মারধর করেছেন তাঁদের মধ্যে একজন বৃদ্ধার পুত্রবধূ আর অন্যজন পুত্রবধূর মা। ১ জুলাই ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন-ভারী বৃষ্টিতে বেহাল রেললাইন, ওড়িশায় সাত ঘণ্টা দাঁড়িয়ে বন্দে ভারত
সিসিটিভি ফুটেজটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগো বাংলা)। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক বৃদ্ধা ও তাঁর পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে আর তারপরেই হাতাহাতি শুরু হয়ে গেল। অন্যদিকে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছেন এক প্রৌঢ়া যিনি সমস্যার সমাধান না করে গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করছেন। মহিলা চিৎকার করতে করতে তাঁর শাশুড়ির দিকে এগিয়ে যাচ্ছেন এবং টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছেন। একের পর এক কিল, চড়, লাথিও মেরেছেন তিনি শাশুড়িকে। জানা গিয়েছে, পুত্রবধূর নাম আকাঙ্ক্ষা। তিনি পেশায় একজন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। আড়াই বছর আগে গাজ়িয়াবাদে অন্তরীক্ষ নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। মহিলার স্বামী নিজেও একজন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু কর্মসূত্রে তিনি বাইরে থাকেন। কিন্তু আকাঙ্ক্ষা বাড়ি থেকে কাজ করেন। ভিডিয়ো প্রকাশ্যে আসতে গাজ়িয়াবাদের কবিনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।