হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

Must read

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার (New Garia Murder) একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। মৃতের নাম বিজয়া দাস (৭৪)। মুখে সেলোটেপ লাগানো ছিল। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সম্পত্তি হাতানোর লোভে বৃদ্ধানে খুন করা হয়েছে। তাঁর গায়ের গয়না নেই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ। পাশাপাশি মৃতার ফোন রেকর্ড ও ব্যক্তিগত সম্পর্কও খুঁটিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। মৃতা বিজয়া দাস এবং তাঁর স্বামী প্রশান্ত দাস, দু জনেই থাকতেন। দোতালা বাড়িতেই বৃদ্ধ দম্পতি থাকতেন।

আরও পড়ুন- JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

প্রতিবেশীরা জানিয়েছেন, বৃদ্ধ দম্পত্তির ছেলে-মেয়ে, তাঁরা দু’জনেই বাইরে থাকেন (New Garia Murder)। মেয়ে থাকেন জার্মানিতে এবং ছেলে থাকেন মুম্বইতে। এই আবাসনে বৃদ্ধ দম্পত্তি একাই থাকতেন। আজ সাতসকালে বাড়ির পরিচারিকা এসে ডাকাডাকি করেন। পরে দেখা যায়, বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে। ঘরের ভিতর কোনও আলো নেই। তখন তার সন্দেহ হয়, তারপরেই তিনি দরজা খোলার পর দেখতে পান, মেঝের মধ্যে পড়ে রয়েছে বিজয়া দাস।

বাড়ির আলো ও দরজার বাইরে সিসিটিভির তার কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা বৃদ্ধাকে খুন করল? কেন খুন করল? তার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

Latest article