কলকাতায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার দেহ, তদন্তে পুলিশ

Must read

বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার দেহ (elderly woman found dead)। অনেক বছর থেকেই তিনি একা থাকতেন। ছেলে বিদেশে থাকেন। মেয়ের বিয়ের পর বিহারে থাকেন। প্রতিবেশীরা শনিবার অনেকক্ষণ ডাকাডাকির পরেও বৃদ্ধার সারা পাননি কেউ। তাঁদের সন্দেহ হতেই পুলিশে খবর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- বিবাহবিচ্ছেদের পর খোরপোশ নিয়ে নজিরবিহীন পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের

মৃতার নাম রেখা সাহা (৫৮)। এন্টালির পটারি রোডের একটি ফ্ল্যাটে একাই থাকতেন তিনি (elderly woman found dead)। তাঁকে দেখভাল করার জন্যে কেয়ারটেকার রাখা হয়েছিল। ছেলে বিদেশ থেকেই টাকা পাঠাতেন, মায়ের জন্যে ওষুধপত্রের ব্যবস্থা করতেন। পুলিশ দরজা ভেঙে বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু হল, তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতার ছেলেমেয়েকেও।

Latest article