বেপরোয়া বাসের ধাক্কা, মৃত বৃদ্ধা, আহত ১

Must read

প্রতিবেদন : রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় (Saltlake bus accident) মৃত্যু বৃদ্ধার। দুর্ঘটনায় আহত আরও একজন। বুধবার সকালে সল্টলেকের কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে একটি বেসরকারি বাস নিউ টাউনের দিকে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল। তখনই কলেজ মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ দম্পতি আরতি দাস ও অসীম দাস। দ্রুতগতিতে আসা ঐ বাস ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দুজন। তাঁদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বৃদ্ধ।

আরও পড়ুন- এসআইআরের চাপ, হৃদরোগে আক্রান্ত বিএলও

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকালের দিকে অনিয়ন্ত্রিতভাবে বাস চলাচল করে। কখনও বাদুড়ঝোলা অবস্থায় প্যাসেঞ্জার নিয়ে যায়, কখনও-বা দুই বাসের মধ্যে চলে রেষারেষি। চালকদের কোনও ভ্রুক্ষেপ নেই। যার ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। একাধিকবার বেপরোয়া বাসের (Saltlake bus accident) দৌরাত্ম্যে দুর্ঘটনার খবর শিরোনামে উঠে আসে। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article