জাতীয়

নির্বাচনী জ্যোতিষী? শাহকে কটাক্ষ তৃণমূলের

নয়াদিল্লি: লোকসভা বা বিধানসভা— দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচনের আঙ্গিক যাই হোক না কেন, ভুল নির্বাচনী ভবিষ্যদ্বাণী করার মাপকাঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ধারেকাছে ঘেঁষতে পারবেন না কোনও রাজনৈতিক নেতা-নেত্রী বা ফ্লপ জ্যোতিষী৷ এই ক্ষেত্রে নির্বাচনী জ্যোতিষী অমিত শাহর ‘ট্র্যাক রেকর্ড ’ অনন্য৷ দিল্লি থেকে বাংলায় উড়ে গিয়ে মঙ্গলবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন আগামী বছরের নির্ধারিত বিধানসভা নির্বাচনে বাংলায় দুই-তৃতীয়াংশ আসন পাবে বিজেপি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অলীক স্বপ্ন ও দাবিকে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন-সদুত্তর না পেয়ে ফের কমিশনে

অমিত শাহর দাবির পরেই তাঁরই করা পুরনো কয়েকটি ভবিষ্যদ্বাণীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে ২০১৮ সালে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ বলছেন, বিজেপি দুরন্ত ফল করে রাজ্যে ক্ষমতায় আসবে৷ সেবার ছত্তিশগড়ে ক্ষমতা দখল দূরে থাক, রাজ্যের ৯০টি আসনের মধ্যে মাত্র ১৫টি আসনে জয়ী হয়েছিল বিজেপি৷ এর পরে ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা দখল করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেবার দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে মাত্র ৮টিতে জয়ী হয় বিজেপি, ক্ষমতা পুনর্দখল করেছিল আম আদমি পার্টি৷ এর পরে ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেছিলেন, ২০০-র বেশি আসন নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি৷ সেবার বাংলার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন৷ এর পরেও ভবিষ্যদ্বাণী করা থামাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ গতবছরের লোকসভা নির্বাচনের আগে তিনি দাবি করেছিলেন ৪০০টি আসন পাচ্ছে বিজেপি৷ ভোটের ফল বেরোনোর পরে দেখা যায় বিজেপি পেয়েছে ২৪০টি আসন৷ এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভবিষ্যদ্বাণীর এই দুরন্ত ট্র্যাক রেকর্ড তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷
একই সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার সাগরিকা ঘোষের দাবি, শাহের উচিত নির্বাচনী জ্যোতিষী হওয়ার এই চেষ্টা বন্ধ করা এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দৈনন্দিন কাজের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া, যেখানে তিনি নিয়মিত ব্যর্থ হন৷

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

5 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

30 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago