সংবাদদাতা, হুগলি : কেন্দ্রের বিজেপি সরকারের কল্যাণে রান্নার গ্যাস প্রায় অতীত। মানুষের বাড়িতে ফিরে আসতে চলেছে ঘুঁটে-কয়লা-উনুন। রান্নার একমাত্র সম্বল হবে উনুনই। হুগলির তৃণমূল প্রার্থীর এই দাবির সপক্ষে চণ্ডীতলায় দেখা গেল ভোটপ্রচারের এক ব্যতিক্রমী চিত্র। তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী অর্পিতা কুণ্ডু হালদার উনুন জ্বালিয়ে রান্না করলেন, দিলেন ঘুঁটে।
আরও পড়ুন-সিপিএম-আইএসএফের বোমায় মৃত কিশোর ইমরানকে ঘিরে জনসভায় সরব মন্ত্রী-সাংসদ
উনুনে রান্না করে ঘুঁটে হাতেই বেরিয়ে পড়ছেন ভোটের প্রচারে। রান্নার গ্যাসের দাম যেভাবে মোদি সরকার বাড়িয়ে চলেছে উনুনে রান্না করা ছাড়া কোনও উপায় নেই মধ্যবিত্ত ও গরিব মানুষদের। দাবি অর্পিতার। বুধবার অর্পিতা বলেন, ‘‘গত লোকসভা ভোটে বিজেপি বলেছিল আচ্ছে দিন আয়েগা, মানুষ বুঝতে পারেনি আচ্ছে দিন মানে গ্যাসের দাম ১২০০ টাকা হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়বে। মানুষ বুঝতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাঁদের কথা কেউ ভাবেন না। তিনি বিনা পয়সায় রেশন দিচ্ছেন, বিজেপি জিনিসের দাম বাড়াচ্ছে। তৃণমূলকে ভোট দিয়ে জবাব দেবে মানুষ।’’