প্রতিবেদন : আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্র নৈহাটি ও হাড়োয়া। পশ্চিম মেদিনীপুরের একটি কেন্দ্র মেদিনীপুর ও বাঁকুড়ার তালড্যাংরা। এ ছাড়াও রয়েছে উত্তরের দুটি আসন। কোচবিহারের সিতাই ও আলিপুরদুয়ারের মাদারিহাট। ছ’টি আসনের জন্য আজ শুক্রবারই মনোনয়ন জমা নেওয়া পর্ব শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও পক্ষই তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। তবে ৬-এ ৬ করার লক্ষ্যে আত্মবিশ্বাসী তৃণমূল কর্মী-সমর্থকেরা এরই মধ্যে সব কেন্দ্রেই প্রচারে নেমে পড়েছেন। প্রায় কোনও কেন্দ্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না বিরোধীদের।
আরও পড়ুন-দিশা এখন নতুন আলোর দিশা
উত্তরের মাদারিহাট কেন্দ্রটি ছিল বিজেপির। তবে এবার পরিস্থিতি বিজেপির জন্য ভাল নয়। কোনও সর্বজনগ্রাহ্য প্রার্থীই পাচ্ছে না বিজেপি! সংগঠনেও শূন্যতা। একুশের বিধানসভা ভোটের পর লোকসভা ভোটে ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলে এবার মাদারিহাট দখলে অনেকটাই আত্মবিশ্বাসী তৃণমূল। সিতাইয়ে প্রচারে নেমে পড়েছেন স্থানীয় সাংসদ তথা সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ বসুনিয়া। বৃহস্পতিবার সব অঞ্চল কমিটিকে নিয়ে বৈঠক করেন তিনি। ১৭টি অঞ্চলে প্রথমে হবে কর্মিসভা। তারপর ডোর টু ডোর কর্মসূচি নিয়েছে দল। সিতাই তৃণমূলের শক্ত ঘাঁটি। তবে প্রচারে কোনও খামতি রাখতে চায় না দল। মাদারিহাট ও সিতাই ছাড়া তালড্যাংরা, নৈহাটি ও হাড়োয়াতেও নিয়মমাফিক প্রচার শুরু হয়ে গিয়েছে। প্রার্থীর নাম ছাড়াও চলছে দেওয়াল লিখনও। প্রচারের প্রথম পর্বে এখন চলছে মূলত পরিকল্পনা। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছেন। উপনির্বাচন হওয়ার ফলে বড় সভা বা বড় মিছিলের বদলে ছোট করে কর্মিসভা ও জনসভাতেই জোর দেওয়া হচ্ছে। নৈহাটিতে তৃণমূলের সংগঠন বেশ মজবুত।