ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (ECI_SIR)। অভিযোগ উঠেছিল, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের পরিবর্তে অনেক বিএলও চায়ের দোকান বা স্থানীয় ক্লাব থেকে ফর্ম বিলি করছেন। সেই অভিযোগের পরেই অসন্তোষ প্রকাশ করেছে কমিশন।
নির্বাচনী বিধি মেনে বিএলওদের যেন প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করতে হয়, তা নিশ্চিত করতে রাজ্যের প্রতিটি জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, বিহার মডেল অনুসরণ করতে হবে—অর্থাৎ ফর্ম বিতরণ ও সংগ্রহ দুই-ই বাড়ি গিয়ে করতে হবে সংশ্লিষ্ট বিএলওকে।
আরও পড়ুন- পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় আক্রমণ তৃণমূলের
এই কাজের সঠিক তদারকির জন্য জেলা স্তরে কন্ট্রোল রুম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতি ১০টি বুথের জন্য একজন করে বিএলও সুপারভাইজার নিয়োগ করতে বলা হয়েছে। কোনও বিএলও যদি দায়িত্বে গাফিলতি করেন, তবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
কমিশনের (ECI_SIR) নির্দেশ না মেনে ফর্ম বিলি করার অভিযোগে ইতিমধ্যেই আটজন বিএলওকে শোকজ করা হয়েছে। এছাড়া, বিএলও সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানাতে আজ থেকেই চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর—০৩৩-২২৩১০৮৫০।

