প্রতিবেদন : এসআইআর আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে। ceowestbengal.wb.gov.in/ এই ওয়েবসাইট থেকেই ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পেয়ে যাবেন ভোটাররা।
আরও পড়ুন-দিনের কবিতা
পাশাপাশি এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এখানে। ২৭ অক্টোবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরুর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পরদিন থেকেই রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটটিতে সমস্যা দেখা যায়। তা নিয়ে তীব্র ক্ষোভও তৈরি হয় জনগণের মধ্যে। কারণ, বহু মানুষই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন, যা ওই ওয়েবসাইট থেকে পাওয়ার কথা ছিল। সেই ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় তা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে তড়িঘড়ি নতুন ওয়েবসাইট চালু করল রাজ্যের সিইও দফতর।

