প্রতিবেদন : ফর্ম বিলিতেও কারচুপি করা হচ্ছে! এসআইআরের নামে বিজেপির হয়ে কার্যত ‘রিগিং’ চালাচ্ছে নির্বাচন কমিশন। ফর্ম বিলিতে কারচুপির জন্য বিএলও-দের উপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে। বিজেপি এবং কমিশনারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল এবার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূল জানিয়ে দিয়েছে, এনুমারেশন ফর্ম বিলি নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য জানাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ৯৯.৪২ শতাংশ ফর্ম বিলির কথা বলা হলেও, বাস্তবে ৮০-৮২ শতাংশের বেশি ফর্ম বিলি হয়নি বলেই অভিযোগ।
আরও পড়ুন-ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা
এই পরিস্থিতিতে প্রশ্ন, অতিরিক্ত প্রায় ১৮-১৯ শতাংশ ফর্ম বিলির তথ্য কোথা থেকে পেল নির্বাচন কমিশন? বিজেপির স্বার্থে এটা কমিশনের প্রকাশ্যে ডাকাতি। কার্যত রিগিং চালানো হচ্ছে। উঠে এসেছে আরও ভয়ঙ্কর অভিযোগ, এনুমারেশন ফর্ম বিলি বাকি থাকলেও তা ১০০ শতাংশ বিলি হয়ে গিয়েছে বলে অ্যাপে দেখানোর জন্য বিএলও-দের আমানবিক চাপ দিচ্ছে কমিশন। এই চাপে রবিবারও বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েন। এর দায় কি নির্বাচন কমিশন নেবে? তৃণমূলের স্পষ্ট কথা, এসআইআরের নামে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি বাংলা দখল করতে পারবে না। একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না আমরা। বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের এই বাংলা-বিরোধী চক্রান্ত আমরা কিছুতেই সফল হতে দেব না। দিবারাত্রি সাধারণ ভোটারদের পাশে থাকছেন তৃণমূল কর্মীরা। একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে বাংলা জুড়ে চলছে ক্যাম্প। বিএলও-দের সঙ্গে গত ১৩ দিন ধরে বাড়ি বাড়ি ঘোরা সমস্ত রাজনৈতিক দলের বিএলএ-রা প্রকাশ্যে তথ্য দিয়ে দাবি করছেন, অধিকাংশ বুথেই রবিবার পর্যন্ত ৬০ থেকে ১৮০টির বেশি ফর্ম বিলি হয়নি। কোথাও বিলি না-হওয়া ফর্মের সংখ্যা আরও বেশি।

