নির্বাচন কমিশন ঘেরাও ১১ অগাস্ট

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রতি শ্রদ্ধা জানাতেই কমিশন ঘেরাও কর্মসূচির দিন বদল করেছে ইন্ডিয়া ব্লক।

Must read

প্রতিবেদন: ভোটার তালিকায় নিবিড় সংশোধনী ইস্যুতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি হবে ১১ অগাস্ট সকাল ১১টায়। ৮ অগাস্টের বদলে। প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রতি শ্রদ্ধা জানাতেই কমিশন ঘেরাও কর্মসূচির দিন বদল করেছে ইন্ডিয়া ব্লক।

আরও পড়ুন-উত্তর কাশীতে ভয়াবহ হড়পা বান, মৃত ৫, নিখোঁজ ৬০

মঙ্গলবার সকালে সংসদে তৃণমূল-সহ ইন্ডিয়া ব্লক শিবিরের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এদিন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত লোকসভার চিফ হুইপ কাকলি ঘোষদস্তিদার বিরোধী শিবিরের বৈঠকে যোগ দেন। তবে কর্মসূচি পিছিয়ে দেওয়া হলেও তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া ব্লকের দলগুলি সংসদে ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে এদিন একগুচ্ছ নোটিশ দিয়েছে লোকসভায় এবং রাজ্যসভায়।

Latest article