রাজ্যসভার (Rajyasabha) ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩রা সেপ্টেম্বর ত্রিপুরা সহ নয় রাজ্যের রাজ্যসভা আসনে ভোট গ্রহণ পর্ব হবে। আগামী ১৪ই আগস্ট নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। অসম, ত্রিপুরা, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং উড়িষ্যাতে আগামী ৩রা সেপ্টেম্বর রাজ্যসভার শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১শে আগস্ট। আগামী ২২ আগস্ট মনোনয়নপত্রগুলি স্কুটিনি করা হবে।
আরও পড়ুন-ন’বার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজ়ার্ভ ব্যাঙ্ক
২৬শে আগস্ট অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭শে আগস্ট উড়িষ্যা, বিহার, তেলেঙ্গানা, রাজস্থান এবং হরিয়ানায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। ভোটগণনা হবে সেদিন বিকেল ৫টা থেকে। সবমিলিয়ে ৬ সেপ্টেম্বরের মধ্যে সবরকম নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।