প্রতিবেদন : ধূপগুড়ি উপনির্বাচনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট চলছে। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। সন্ধে ৬.৩০ পর্যন্ত ধুপগুড়িতে ভোট পড়েছে ৭৮ শতাংশ। কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ায় কিছুক্ষণের জন্য ভোট প্রক্রিয়া বন্ধ ছিল। তবে সর্বত্রই শান্তিপূর্ণ ভোট হয়েছে। উপনির্বাচন ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এককথায় উৎসবের মেজাজে চলছে ভোট। ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় সকাল সকাল ভোট দেন।
আরও পড়ুন-দিনের কবিতা
সস্ত্রীক ভোট দিয়ে বেরনোর পর সকলের উদ্দেশে জয়ের প্রতীক দেখান। মঙ্গলবার সকাল থেকেই ভোটের লাইনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ধূপগুড়ি পুর এলাকা-সহ বিধানসভা এলাকার পাঁচটি চা-বাগান ও ধূপগুড়ি গ্রামীণ এলাকা ও বানারহাট ব্লকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এদিন ভোটের লাইনে মহিলাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গিয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। ভোটকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট।
আরও পড়ুন-৩৭০ ধারা মামলার রায় সংরক্ষিত সুপ্রিম কোর্টে
শহর এলাকায় সকাল থেকেই ভোট দিতে আসেন ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সকলেই ভোট দেন। চা-বাগান এলাকায় বেলা একটা নাগাদ প্রায় ৫০% ভোট পড়ে গিয়েছিল। এদিন ভোট উপলক্ষে চা-বাগানে সবেতন ছুটি ছিল। শহর এলাকাতেও ভোট পড়েছে বেশ ভাল শতাংশ। এদিন সকাল সকাল নিজের বুথে ভোট দেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ঝাড়আলতা গ্রামের ১৫/৬৯ নং বুথে সস্ত্রীক ভোট দিয়েই বিধানসভা এলাকার অন্যান্য বুথগুলি পরিদর্শনে যান নির্মলবাবু। জয় নিয়ে ১০০% নিশ্চিত নির্মলবাবু। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল উন্নয়নে মিলবে সাড়া।