২ রাজ্য ও বাংলার ৬ কেন্দ্রে নির্বাচন

বাদ শুধু বসিরহাট! তোপ দাগল তৃণমূল

Must read

প্রতিবেদন : মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেও বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তারিখ জানাল না জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। তবে বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট ঘোষণা হয় এদিন। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় আগামী ১৩ এবং ২০ নভেম্বর ভোটগ্রহণ করা হবে ঝাড়খণ্ডে৷ মহারাষ্ট্রে বিধানসভার ভোটগ্রহণ হবে এক দফায়, ২০ নভেম্বর। ১৩ নভেম্বর বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যে ৪৮টি বিধানসভা আসন এবং ২টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আয়োজিত হবে। দুই রাজ্য ও উপনির্বাচনের ভোটগণনা হবে ২৩ নভেম্বর।
পশ্চিমবঙ্গের ৬টি আসনের ভোট ঘোষণা হলেও কেন বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল না নির্বাচন কমিশন (Election Commission Of India)? প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। সম্প্রতি বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণে এই আসনটি খালি হয়েছে। তারপরেও কেন এখানে উপনির্বাচন করা হচ্ছে না? প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনার মধ্যে ষড়যন্ত্রও দেখছে তারা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান বলেন, আমি শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন তাদের দফতরকে স্থানান্তর করে বিজেপি অফিসে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন- সঞ্জয় রাই-ই খুনি, আবার কোর্টে জানাল সিবিআই

Latest article