সংবাদদাতা, বিষ্ণুপুর : দুয়ারে সরকার শিবিরে জানানোর দু’ঘণ্টার মধ্যেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়ে গেলেন বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের তপন সানি৷ ৩০ বছরের বেশি সময় বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না৷ বিদ্যুৎ দফতরের অফিস ও বিভিন্ন জায়গায় দরবার করেও সুরাহা হয়নি৷ অবশেষে সোমবার দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পে হাজির হন তপন৷ বিষ্ণুপুর এক নম্বর ব্লকের আমগাছিয়ার সানিপাড়ায় তাঁদের বাড়ি৷
আরও পড়ুন-তিন লাখ উপভোক্তাকে ৭৯টি সরকারি পরিষেবা প্রদান
কপাল ঠুকে দুয়ারে সরকারের শিবিরে বিদ্যুৎ সংযোগের আবেদন জানান৷ তখন সেখানে ছিলেন বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের বিডিও সুবীর দণ্ডপাট৷ স্থানীয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস থেকেও বিষয়টিও প্রশাসনকে জানানো হয়৷ অবশেষে আবেদনের ২ ঘণ্টার মধ্যেই ৩০ বছরের পুরনো সমস্যার সমাধান হয়ে যায়৷ এই ঘটনায় উচ্ছ্বসিত সানি পরিবার৷ ওঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।