সংবাদদাতা, আলিপুরদুয়ার : এক ফোনেই সমাধান। সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন করতেই বিদ্যুৎ সংযোগ পেলেন আলিপুরদুয়ারের বারোবিশার বাসিন্দা নির্মল দাস। পেশায় গাড়ি চালক। চলতি মাসের ৬ তারিখে বিদ্যুৎ বিভাগের কামাখ্যাগুড়ি অফিস থেকে নির্মল দাসকে চিঠি দিয়ে জানানো হয় যে, জুন মাসের ৩০ তারিখের মধ্যে বিদ্যুতের লাইনের বাকি থাকা কাজ শেষ করে তার বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দফতরের এই সক্রিয়তায় যথেষ্ট খুশি নির্মল দাস। তিনি খুব শীঘ্রই বিদ্যুৎ সংযোগ পেতে চলেছেন বলে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। নির্মলবাবু জানিয়েছেন, বহুদিন ধরেই বাড়িতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা করছেন। জেলার বিদ্যুৎ দফতরেও গিয়েছেন। দফতরের আধিকারিকেরা তাঁর বাড়ি পরিদর্শন করে জানান, তাঁর বাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে তিনটি বিদ্যুতের খুঁটি লাগবে। নির্মলবাবু বেশ কয়েকবার বিদ্যুৎ দফতরের কামাখ্যাগুড়ির অফিসে গেলে অফিসের বাইরে এক দালাল তাঁকে টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ করার প্রস্তাব দেয়। কিন্তু নির্মল দাস তাঁদের ফাঁদে পা না দিয়ে সরসরি বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতরে জানানোর সিদ্ধান্ত নেন। সেই চিন্তা থেকে তিনি কিছু দিন আগে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’- তে ফোন করে তাঁর অভিযোগ সাবিস্তারে জানান। এর পরেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের অভিযোগ-সংক্রান্ত বিভাগ বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেয় দ্রুত নির্মল দাসের বিদ্যুৎ সংযোগ দেবার জন্য। বিদ্যুৎ সংযোগের চিঠি পেয়েই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নির্মলবাবু বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে রয়েছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের কথা ভাবেন তিনি। বাংলার মানুষও তাই তাঁর সঙ্গে আছেন, থাকবেন।
আরও পড়ুন: চব্বিশ ঘণ্টার মধ্যেই হাতির হানায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ