সংবাদদাতা মালদহ : মালদহে আরও উন্নত বিদ্যুৎ পরিষেবা (Electricity service) দিতে হল দফতর। এই মর্মে জেলা প্রশাসনের তরফে হল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার মালদহ জেলাশাসকের নির্দেশে রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে এদিন এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় মালদহের গাজোলে। আগামী দিনে জেলার প্রতিটি ব্লকে এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পর গাজোলবাসীর জন্য সুখবর শুনিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস। তিনি জানান, গাজোল ব্লকে একটি ফিডার মেরামত করা হয়েছে। ফলে গাজোলে বিদ্যুৎ পরিষেবা আরো উন্নত হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস, উত্তর মালদহের ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে, বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদহ জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমুখ। উল্লেখ্য, বাম আমলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী রাজভবনে লাইট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন। ২০১১ সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর সারা বাংলা জুড়ে বিদ্যুৎ ব্যবস্থায় পরিবর্তন এসেছে। বন্ধ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এবার বিদ্যুৎ পরিষেবা (Electricity service) আরও বেশি করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে মালদহ জেলা প্রশাসন ও বিদ্যুৎ দফতর।
আরও পড়ুন-আলিপুরদুয়ারে ৬০১ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ