প্রতিবেদন : আর মাত্র কয়েকটা ঘণ্টা, উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ডানা’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়তে পারে রাজ্যের প্রায় আটটি জেলায়। তাই আগে-ভাগেই সতর্কতামূলক একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। কলকাতা পুরসভা থেকে দমকল বিভাগ— সবাই প্রস্তুত। এরই মধ্যে মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ উন্নয়ন ভবনে দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু।
আরও পড়ুন-পেনাল্টি মিস করে হকিতে হার ভারতের
মন্ত্রী সমস্ত আধিকারিকদের সতর্ক থাকার পাশাপাশি পরিষেবা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঝড়ের ফলে কোথাও বিদ্যুৎ পরিষেবা-সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। একই সঙ্গে প্রতিটি জেলাতেও জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিক সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলার বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী। ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দিলে গ্রাহকদের অবিলম্বে ডাবলুবিএসইডিসিএল ও সিইএসসি-এর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুম চব্বিশ ঘণ্টাই খোলা থাকবে এবং হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা যাবে বলে জানান মন্ত্রী। গ্রাহকেরা তাঁদের প্রয়োজনে নিগমের কন্ট্রোল রুম ও চব্বিশ ঘণ্টার হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারবেন। খবর পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে উপস্থিত থাকবেন কন্ট্রােল রুমে।