ছোট্ট ঘর। নুন আনতে পান্তা ফুরনো সংসার। নবদ্বীপে এমনই একটি বাড়িতে ছিল না বিদ্যুৎ। অগত্যা পড়াশোনার জন্য রাস্তার আলোকেই বেছে নিয়েছিল নবদ্বীপের ১০ বছরের প্রিয়াঙ্কা ঘোষ। তার মূক ও বধির মাকে সঙ্গে নিয়ে পথের ধারে রাস্তার আলোতেই খাতা কলম নিয়ে করত পড়াশোনা। চৈতন্যভূমি নবদ্বীপের ব্যস্ততম এলাকা হীরালাল পাল রোডের এই ঘটনাটি রবিবার সকালে সংবাদমাধ্যমে জানার পর তিন ঘণ্টার মধ্যে প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas)। ক্রমাগত বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাজের তদারকির খবর নিতে থাকেন, এবং বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবিও তাঁকে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী। ৩ ঘন্টার মধ্যেই নবদ্বীপ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশু কন্যা প্রিয়াঙ্কার বাড়িতে জ্বলে ওঠে বিদ্যুতের আলো। বসানো হয় বৈদ্যুতিন মিটার। মন্ত্রীর উদ্যোগে রবিবার রাত থেকে আর রাস্তার আলোয় বসে পড়াশোনা করতে হবে না প্রিয়াঙ্কাকে। বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হওয়ার পর অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas) জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অর্থনৈতিকভাবে দুর্বল কোনও মানুষের বাড়িতে যেন অন্ধকার না থাকে তার জন্য বিদ্যুৎ দফতর সদা সচেষ্ট। মন্ত্রী সকলকে অনুরোধ করেছেন এরকম ঘটনার খবর যদি কারও কাছে থাকে তাহলে তা অবিলম্বে তাকে জানানোর জন্য।
আরও পড়ুন-তাপস নিয়ে স্পষ্ট বার্তা দিল তৃণমূল